সিলেট সিটির স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ শেষ

প্রতীকী ছবি

নির্বাচন

সিলেট সিটির স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ শেষ

  • সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত ১১ অগাস্ট, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের স্থগিত দুই কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। একটানা ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।

এছাড়াও সংরক্ষিত ওয়ার্ড-৭ (১৯,২০ ও ২১) ওয়ার্ডে দুই নারী প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় ওই ওয়ার্ডের ১৪ কেন্দ্রে ভোট গ্রহণ হয়

গত ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কেন্দ্র দখল ও ব্যালটবাক্স ছিনতাইয়ের ঘটনায় এ দুই কেন্দ্রের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। বাকি ১৩২টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে আরিফ পেয়েছিলেন ৯০ হাজার ৪৯৬ ভোট। নৌকা প্রতীকে কামরান পেয়েছিলেন ৮৫ হাজার ৮৭০ ভোট। দুই জনের ভোটের ব্যবধান ছিল ৪ হাজার ৬২৬।

২৪ নং ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কৃপেশ রঞ্জন দাশ জানিয়েছেন, বেলা ১টা পর্যন্ত ৯০০ ভোটার ভোট দিয়েছেন। কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২২১। বেলা ২টার দিকে ২৭নং ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৭৬৬ ভোটের মধ্যে ভোট দেন প্রায় ১ হাজার ভোটার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads