সিলেটে জমে উঠেছে ঈদবাজার

ঈদের বাকি কয়েক দিন। সিলেট নগরীতে জমে উঠেছে বেচাকেনা। গতকাল মাহা টাওয়ার কার্কেটের চিত্র ছিল এমন

ছবি : বাংলাদেশের খবর

পণ্যবাজার

সিলেটে জমে উঠেছে ঈদবাজার

  • আবু তাহের চৌধুরী, সিলেট
  • প্রকাশিত ৬ জুন, ২০১৮

ক’দিন বাদেই আসছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সময় কম, ফলে সিলেটজুড়ে চলছে এখন ঈদের কেনাকাটা। সকাল থেকে রাত অবধি ক্রেতাদের পদচারণায় মুখর বিপণিবিতানগুলো। অভিজাত শপিংমল থেকে ফুটপাথে সাধ ও সাধ্যের মধ্যে পরিবার-পরিজনের জন্য কেনাকাটায় ব্যস্ত সিলেটবাসী। ঈদ ঘিরে বর্ণিল সাজে সেজেছে নগরীর বিপণিবিতানগুলো।

সিলেটবাসী শহরমুখী হওয়ায় নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা পয়েন্ট ছাড়াও নয়াসড়ক, কুমারপাড়াসহ নগরীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ছোট-বড় অভিজাত শপিংমল ও ফ্যাশন হাউজগুলোতে ক্রেতাসমাগম ক্রমেই বাড়ছে।

সিটি সেন্টারের ব্যবসায়ী কামাল আহমদ জানান, এবারের ঈদবাজারে দেশি কাপড়ের তুলনায় বিদেশি কাপড় বেশি বিক্রি হচ্ছে। তবে দেশি বুটিকসের কাপড়ও কিনছেন অনেকে। রোজার শেষ পর্যায়ে এসে বিক্রির মাত্রাও বেড়েছে। আশা করছি, আমাদের টার্গেট পূরণ হবে।

গত বছরের তুলনায় এ বছর কাপড়ের দাম বেশি- এমন অভিযোগ ক্রেতাদের। তারপরও সবারই লক্ষ্য পরিবার-পরিজনের জন্য নতুন কাপড় কেনা। আর গরিব ক্রেতারা সাশ্রয়ী দামে কাপড় কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন।

ব্লু ওয়াটার মার্কেটের উৎস ফ্যাশনের ব্যবসায়ী রাসেল জানান, ঈদ যত ঘনিয়ে আসছে ক্রেতাদের উপস্থিতি ও বিকিকিনিও তত বাড়ছে।

নগরীর একটি ফ্যাশন হাউজে গিয়ে কথা হয় সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী আছমা বেগমের সঙ্গে। তিনি জানান, বরাবরই দেশীয় কাপড়ের পোশাক পরে থাকি। তাই সব সময় কেনাকাটাও করি বুটিক হাউজ থেকে। তবে এবার ভিন্ন ধরনের পোশাক কিনব।

এদিকে ঈদবাজারকে সামনে রেখে ছিনতাই, চুরি ও যৌন হয়রানিসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বড় বড় মার্কেট ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। অনেক মার্কেটে নিজস্ব ব্যবস্থাপনায়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি নগরীতে জোরদার করা হয়েছে পুলিশি টহল।

রিলেটেড সংবাদ:

  1. ঈদবাজারে মোবাইল ফোন

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads