সিরাজদীখানে সড়ক র্দুঘটনায় মোটরসাইকলে আরোহী নিহত

মুন্সিগঞ্জ জেলা ম্যাপ

দুর্ঘটনা

সিরাজদীখানে সড়ক র্দুঘটনায় মোটরসাইকলে আরোহী নিহত

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ অগাস্ট, ২০১৮

মুন্সীগঞ্জের সিরাজদীখানে সড়ক র্দুঘটনায় ১ মোটর সাইকলে আরোহী নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে অপর একজন। নিহত মো.নাছির উদ্দিন। 

সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের রামের খোলা নামক স্থানে এই র্দুঘটনার ঘটনা ঘটে। ঢাকা-মাওয়া মহাসড়কের হাইওয়ে থানার ওসি গোলাম মোর্শেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মো.নাছির উদ্দিনের বাসা ঢাকা মোহাম্মদপুরের সাতমসজি রোডের ৫/১ বাবার নাম মো. সিরাজুল ইসলাম । অপর আহত নুরমোহাম্মদ ঢাকা মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে তার বাবার নাম ওবায়দুল রহমান । হাসাড়া হাইওয়ে পুলিশ ঘাতকবাস এবং বাসচালককে আটক করেছে ।

ওসি গোলাম মোর্শেদ তালুকদার জানান, ঢাকাগামী সেবা পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইলে মহাসড়কের রামেখোলা নাক স্থানে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুই মোটর সাইকে আরোহী গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মোটর সাইকেল চালক মো.নাছির মারা যায়। আহত নুরমোহাম্ম ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় বাস এবং বাস চালক আটক আছে এবং মামলার প্রক্রিয়া চলছে ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads