সিরাজগঞ্জ দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতা নিহত

নিহতের নাম গোলাম মোস্তফা ওরফে বোম মোস্তফা

সংগৃহীত ছবি

অপরাধ

সিরাজগঞ্জ দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতা নিহত

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৩ অক্টোবর, ২০১৮

সিরাজগঞ্জ শহরে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯টার দিকে শহরের রানীগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত গোলাম মোস্তফা ওরফে বোম মোস্তফা (৩৯) রানীগ্রাম মধ্যপাড়া এলাকার হাতেম আলীর ছেলে এবং সিরাজগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

ওসি মোহাম্মদ দাউদ বলেন, ‘সকালে রানীগ্রাম বাজারের একটি দোকানের সামনে বসে ছিলেন গোলাম মোস্তফা। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় । স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads