সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রীসহ তিন লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ ম্যাপ

সারা দেশ

সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রীসহ তিন লাশ উদ্ধার

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ অক্টোবর, ২০১৮

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে পৃথক ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার এসব লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ১০০ শয্যার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিকাল ৩টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার খলিল মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে লায়লা আক্তার (৩০) নামে  এক গৃহবধূর  লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী হোসিয়ারি ব্যবসায়ী শাহিন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

কদমতলী এলাকায় দুপুরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মরিয়ম (১৬) এক নামের স্কুলছাত্রী। চিরকুটে আত্মহত্যার কারণ উল্লেখ করে গেছে ওই স্কুলছাত্রী। এতে রাতুল নামের যুবকের প্রেমে ব্যর্থ হয়ে সে আত্মহত্যা করেছে বলে উল্লেখ করেছে। মরিয়ম বরগুনা জেলার কদমতলী থানাধীন সোনাখালী এলাকার মৃত মাসুদের মেয়ে। সে মরিয়ম আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

মহানগরের সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার তেল ব্যবসায়ী মেহেদীর বাড়ির পুকুর থেকে দুপুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। যুবকটি শারীরিক প্রতিবন্ধী ছিল। তার একটি পা ছিল না। পুকুরের ঘাটলা থেকে মৃতের জুতা ও প্যান্ট উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads