জাপার নতুন মহাসচিব রাঙ্গা

হুসেইন মুহম্মদ এরশাদ

সংরক্ষিত ছবি

রাজনীতি

জাপার নতুন মহাসচিব রাঙ্গা

সিঙ্গাপুর যেতে পারেন এরশাদ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৪ ডিসেম্বর, ২০১৮

জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব করা হয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে। একই সঙ্গে এবিএম রুহুল আমিন হাওলাদারকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই দায়িত্ব দিয়েছেন। এরশাদের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি তিনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা। এছাড়া তিনি রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এবং বাস মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতিরও সভাপতি।

২০০১-এর নির্বাচনের আগে জাতীয় পার্টির তৎকালীন মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে দলের একাংশ দল থেকে বেরিয়ে যাওয়ার পর এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করেছিলেন এরশাদ। দলের মধ্যে টানাপড়েনে ২০১৩ সালের ১০ এপ্রিল তাকে সরিয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিব করা হয়। ২০১৬ সালের ১৯ জানুয়ারি ফের হাওলাদারকে মহাসচিব পদে ফিরিয়ে আনা হয়। এরপর গতকাল সোমবার আবার তাকে সরিয়ে রাঙ্গাকে দায়িত্ব দেওয়া হয়।

মহাসচিবের দায়িত্ব পেয়ে গতকাল বিকাল ৪টার দিকে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মসিউর রহমান রাঙ্গা। সেখানে তিনি বলেন, সোমবার (গতকাল) সকালে আমাকে ডেকে পার্টির মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সবার সহযোগিতা চাই। আমি সাবেক মহাসচিবের সহযোগিতা চাই। দল থেকে যারা বিভিন্ন সময় চলে গেছেন তাদেরকে ফিরে আসার আহ্বান জানাই। স্মৃতিচারণ করে রাঙ্গা বলেন, আমাকে তিনবার দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি কিন্তু দল ছেড়ে যাইনি। এরশাদ নেতাকর্মীদের সন্তানের মতো স্নেহ করেন। স্নেহ করেন বলেই শাসন করার অধিকার রাখেন। আমার মনে হয়, আমাকে যদি আরো বেশি বকাঝকা করতেন তাহলে আরো বেশি শিখতে পারতাম।

মনোনয়নবাণিজ্যের অভিযোগ তুলে জাতীয় পার্টি থেকে যারা পদত্যাগ করেছেন, তাদের দলে ফিরে আসার আহ্বান জানান নতুন মহাসচিব। তিনি বলেন, চেয়ারম্যান স্যার আপনাদের সন্তানের মতো ভালোবাসেন। পিতাই তো ধমক দেন...। অভিমান না করে ফিরে আসুন আপনারা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যদি কেউ মনোনয়নবাণিজ্য করে থাকেন তাহলে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যারা মনোনয়ন কিনেছেন তারা যদি অভিযোগ করেন তাহলে প্রেসিডিয়াম সদস্যদের দিয়ে একটি কমিটি গঠন করা হবে এবং গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পার্টির চেয়ারম্যান এরশাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে নতুন মহাসচিব বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দুই-এক দিনের মধ্যে দেশের বাইরে (সিঙ্গাপুর) যেতে পারেন। তার হিমোগ্লোবিনের সমস্যা রয়েছে। এটা মাঝেমধ্যে একটু কম হয়। এরপর ওষুধপত্র ঠিকমতো খেলে অবস্থা ভালো হয়। উন্নত চিকিৎসার জন্য দুই-এক দিনের মধ্যে দেশের বাইরে যেতে পারেন তিনি। ডাক্তাররা তাকে ডেকেছেন, তাই যেতে পারেন। তিনি আরো বলেন, গত রোববার রাতেও তার সঙ্গে ছিলাম। তার বাসায় গিয়ে দেড় ঘণ্টা কথা বলেছি। আজ (গতকাল) সকালে নাশতা করেছি।

জাতীয় পার্টি কতগুলো আসন পাচ্ছে? জানতে চাইলে রাঙ্গা বলেন, আমি এ বিষয়ে জানি না আমরা ঠিক কতটা আসনে নির্বাচন করব। আমাদের দাবি ৫২টি ছিল, এখনো সেটাই আছে। দুই-এক দিনের মধ্যে এ বিষয়ে জানা যাবে। আজকেও মন্ত্রিসভার বৈঠক শেষে এ বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু এবং আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।

সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, আজম খান, এরশাদের যুববিষয়ক উপদেষ্টা রেজাউল ইসলাম ভুঁইয়া, যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন রাজু, আমির হোসেন এমপি ও মো. ইলিয়াস এমপি। এর আগে মহাসচিব হওয়ার পর তিনি বনানী কার্যালয়ে এলে তাকে স্বাগত জানান দলের নেতাকর্মীরা। তবে এ সময় দলের শীর্ষ নেতাদের কাউকে দেখা যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads