সার্ভার ক্রটির কারণে ট্রেনের টিকেট বিক্রি বিঘ্নিত

সম্প্রতি কমলাপুর রেল স্টেশনে টিকেট প্রত্যাশীদের ভিড়

ছবি: বাংলাদেশের খবর

যোগাযোগ

সার্ভার ক্রটির কারণে ট্রেনের টিকেট বিক্রি বিঘ্নিত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ অগাস্ট, ২০১৮

সার্ভারে ত্রুটির কারণে আজ শনিবার রাজধানীর কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে একঘণ্টা ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন টিকেটের অপেক্ষায় থাকা হাজার হাজার মানুষ।

আজ শনিবার সকাল ৮টা থেকে চতুর্থ দিনের মতো ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়। আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় সার্ভারে ত্রুটি দেখা দিলে টিকেট বিক্রি বন্ধ হয়ে যায়।  মেরামতের পর বেলা সাড়ে ১১টায় টিকেট বিক্রি ফের শুরু হয়।

একই কারণে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনেও পৌনে ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টিকেট বিক্রি বন্ধ থাকে বলে রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা জানান। গতকাল শুক্রবারও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর টিকেট বিক্রি শুরু করেছিল রেল কর্তৃপক্ষ।

ঈদুল আজহা উপলক্ষে ৮ আগস্ট থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামীকাল রোববার ১২ আগস্ট দেওয়া হবে ২১ আগস্টের আগাম টিকিট।

একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন। বিক্রি হওয়া টিকিট ফেরত নেওয়া হবে না। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads