সারিয়াকান্দির লোকালয়ে বন্য হনুমান

বন ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছে একটি হনুমান

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সারিয়াকান্দির লোকালয়ে বন্য হনুমান

একনজর দেখতে উৎসুক জনতার ভিড়

  • তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ ডিসেম্বর, ২০১৮

খাবারের খোঁজে দল ছেড়ে লোকালয়ে ছুটে এসেছে একটি হনুমান। কয়েকদিন ধরেই বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় হনুমানটি ঘোরাফেরা করতে দেখা গেছে। বন্যপ্রাণীটিকে একনজর দেখার জন্য লেগেই আছে উৎসুক জনতার ভিড়। বিষয়টি জেনেও উদ্ধারের ব্যাপারে তেমন কোনো আগ্রহ নেই সংশ্লিষ্টদের।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নিজবলাইল উত্তর পাড়া এলাকায় সর্বশেষ হনুমানটির দেখা মেলে। দৃষ্টিগোচর হওয়া মাত্রই উৎসুক জনতা হনুমানটিকে বিভিন্ন রকমের খাবার খেতে দেয়। হনুমানকে লক্ষ্যকরে বাচ্চাদের ঢিল ছুড়তে দেখা যায়।

স্থানীয়রা জানান, হনুমানটি এখনো কোনো মানুষের ক্ষতি করেনি। কিন্তু মানুষ দেখে হনুমানটি সবসময় ভয়ে থাকে। তবে হনুমানটি অনেকটা গ্রামের সাধারন মানুষের আনন্দের খোরাক হয়েছে।

ওই এলাকার বাসিন্দা সারিয়াকান্দি ডিগ্রি কলেজের প্রভাষক সুলতান মাহমুদ প্রিন্স জানান, হনুমানটি দেখতে প্রতিদিন আশপাশের গ্রামের মানুষ ভিড় করছে। মানুষের ভিড়ে হনুমানটি ভয়ে বড় ধরনের গাছের ডগায় এবং এদিকে-ওদিক ছোটাছুটি করছে। এটাকে সংরক্ষণ না করলে খাদ্যের অভাবে প্রাণীটি মারা যেতে পারে।

এ ব্যাপারে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহমেদ জানান, প্রাণীটিকে কেউ বিরোক্ত না করলে সে আপনাআপনি তার জায়গায় চলে যাবে। সেখানে বন বিভাগের লোক পাঠানো হয়েছে বিষয়টি পর্যবেক্ষন করার জন্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads