একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে নির্বাচনী প্রচার শুরু করেছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার এ আসনটি থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মানু মজুমদারের নেতৃত্বে বিশাল মিছিল বের হয়। মিছিলটি আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, রোটারিয়ান আতাউর রহমান খান আখির, উপজেলা যুব লীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, আওয়ামী লীগ নেতা ইসলাম উদ্দিন, নূরুল ইসলাম, উছমান গণি ও তুহিনময় বিশ্বাস তমু প্রমুখ উপস্থিত ছিলেন।