দুর্ঘটনা

সাপের কামড়ে রাতভর চলে ঝাড়ফুক অবশেষে স্কুলছাত্রীর মৃত্যু

  • ''
  • প্রকাশিত ১১ অক্টোবর, ২০২৩

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ দলগ্রাম এলাকায় সাপের কামড়ে সুমি আকতর নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রাতভর ঝাড়ফুকসহ নানা কুসংস্কার পালন করে অবস্থার অবনতি হলে বুধবার (১১ অক্টোবর) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ওই ছাত্রী মারা যায়। এর আগে মঙ্গলবার রাতে ঘুমন্ত ওই শিক্ষার্থীকে বিষধর সাপ কামড় দেয়। নিহত সুমি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় পড়াশোনা শেষে রাতে ঘুমিয়ে পড়ে সুমি আক্তার (১৪)। পরে রাত সাড়ে এগারোটার দিকে তার বিছানায় আগে থেকে ওৎ পেতে থাকা বিষধর সাপ ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে ছোবল দেয়। পরে পরিবারের লোকজন শুরু করে ঝাড়ফুক। রাতভর চলে নানা কুসংস্কার। ইতোমধ্যে সাপের বিষক্রিয়া পরো শরীরে ছড়িয়ে পড়ে। পরে ভোরের দিকে অবস্থার অবনতি হলে তড়িঘড়ি করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের দাদা জয়নাল আবেদীন বলেন, আমরা বুঝতে পাইনি যে সাপে কামড় দিয়েছে। সে শুধু বলতেছিল, কি যেন তাকে কামড় দিয়েছে। কিন্তু পুরো শরীর ব্যথায় কাতরাচ্ছিল। পরে ভোরে বেশী অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, পরিবারের লোকজন রোগীকে হাসপাতালে না নিয়ে শুরু করে ঝাড়ফুক। রাতভর চলে নানা কুসংস্কার। সাপের বিষক্রিয়া পরো শরীরে ছড়িয়ে পড়লে তার মৃত্যু হয়। সময় মতো হাসপাতালে নিলে হয়তো ওই স্কুল ছাত্রী বেঁচে যেতো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads