সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকায় আধুনিক মিনি মার্কেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ পৌর সভার উদ্যোগে শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই মিনি মার্কেট নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র নাদের বখত।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেয়র জানান, পৌর শহরের ষোলঘর পয়েন্টের পাশে ফুটপাত দখল করে মাছ ও সবজির ব্যবসায়ীরা দোকান পাঠ বসান। যার ফলে এখানে প্রতিনিয়ত যানজটে পড়ে ভোগান্তি ও দূর্ঘটনার স্বীকার হচ্ছে পৌরবাসী। সেই ভোগান্তি থেকে মুক্তি ও ব্যবসায়ীদের সুবিধার্থে ২৫ লাখ টাকা ব্যায়ে পৌরসভার উদ্যোগে ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি মিনি মার্কেট নির্মাণ করা হচ্ছে।
মেয়র আরোও বলেন, কয়েকদিন পর শারদীয় দূর্গা পূজা। সেই লক্ষ্যে শহরের কিছু ভাঙা রাস্তা আমার পুনরায় রিপিয়ারিং করে দিচ্ছি। যাতে পূজায় পৌরবাসীকে কোন ভোগান্তিতে পড়তে না হয়। সেই সাথে পূজা শেষ হওয়ার পর শহরের যে কয়েকটি জায়গায় বৃষ্টিতে সড়কের যে ক্ষতি হয়েছে সেগুলো আমরা নতুন করে মেরামত করে দিব।
এ-সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ কাউছার, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জলি রায়, সহকারী শিক্ষক শর্ণা চক্রবর্তী সহ পৌর সভার কর্মকর্তাগন।