সাপাহার (নওগাঁ) প্রতিনধি
নওগাঁর সাপাহারে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমকে আটক করেছে সাপাহার থানা পুলিশ। জানা গেছে, গত মঙ্গলবার এশার নামাজ পড়ার জন্য হাসপাতাল মসজিদে গেলে হাসপাতাল গেট থেকে উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমকে সাপাহার থানা পুলিশ আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
মামলা সূত্রে জানা গেছে, পূর্বের মামলায় অজ্ঞতনামা আসামী হিসেবে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি ধারা মামলায় তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।