সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান ৭৩তম

সূচকের ১০০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৩তম

ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান ৭৩তম

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ মে, ২০১৮

বিশ্বব্যাপী সাইবার সিকিউরিটি সূচকের ১০০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৩তম। যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স (এনসিএসআই) এই সূচক প্রকাশ করেছে। বিশ্বব্যাপী সাইবার অপরাধ এবং বড় ধরনের সাইবার সঙ্কট মোকাবেলা, মৌলিক সাইবার হুমকি এবং সাইবার দুর্ঘটনা প্রতিরোধ করার প্রস্তুতি পরিমাপ করে এই অবস্থান নির্ণয় হয়ে থাকে।

এনসিএসআইর ওয়েবসাইটে দেখা গেছে, ৮৩.১২ স্কোর নিয়ে সাইবার নিরাপত্তায় শীর্ষে এবং একই স্কোর নিয়ে জার্মানি দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ ছাড়া ৮১.৮২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে এস্তোনিয়া।

এ সূচকে বাংলাদেশের স্কোর ২৫.৯৭। এ ছাড়া শ্রীলঙ্কা ২৩.৩৮ পয়েন্ট নিয়ে ৭৭তম এবং ইন্দোনেশিয়া, নেপাল ও ভুটান যথাক্রমে ১৯.৪৮, ১২.৯৯ এবং ১২.৯৯ পয়েন্ট নিয়ে সূচকের ৮৩, ৯২ ও ৯৩তম অবস্থানে রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads