সরবরাহ কমার আশঙ্কায় জ্বালানি তেলের বাজার

সরবরাহ কমার আশঙ্কায় জ্বালানি তেলের বাজার

ছবি: সংগৃহীত

বাণিজ্য

সরবরাহ কমার আশঙ্কায় জ্বালানি তেলের বাজার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৪ জুলাই, ২০১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাজনৈতিক সঙ্কট বাড়ছে। অন্যদিকে ব্রিটিশ নর্থ সি অঞ্চলে শ্রমিক ধর্মঘটের কারণে ব্যাহত হচ্ছে জ্বালানি তেলের সরবরাহ। এ অবস্থায় সরবরাহ কমার আশঙ্কায় গতকাল সোমবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে পণ্যটির আন্তর্জাতিক বাজারে।

ইরানের পরমাণু প্রকল্প সংক্রান্ত চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই ইরানের ওপর নানা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে তেল রফতানিও। এর পরিপ্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট সম্প্রতি জানিয়েছেন, তারা যদি তেল রফতানি করতে না পারেন তাহলে গালফ উপকূলীয় অঞ্চল থেকে তেল রফতানির সব পথ বন্ধ করে দেবেন। এ হুমকির পর রুহানিকে ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি টুইটারে জানিয়ে দিয়েছেন, ইতিহাস স্মরণ করেই যুক্তরাষ্ট্রকে হুমকি দেওয়া উচিত নয়।

সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, ফিউচার মার্কেটে প্রতি ব্যারেল ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম গতকাল ১ ডলার ১৯ সেন্ট বেড়ে বিক্রি হয় সর্বোচ্চ ৭৪ ডলার ২৬ সেন্টে। এরপর একপর্যায়ে দাম নেমে আসে ৭৪ ডলার ০৫ সেন্টে। এছাড়া ব্যারেলপ্রতি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জ্বালানি তেলের দাম ৭০ সেন্ট বেড়ে ঠেকে ৬৮ ডলার ৯৬ সেন্টে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads