সরকার হটানোর ষড়যন্ত্রে মিডিয়াও

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সংরক্ষিত ছবি

রাজনীতি

ওবায়দুল কাদের বললেন

সরকার হটানোর ষড়যন্ত্রে মিডিয়াও

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ অগাস্ট, ২০১৮

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে আবারো ১/১১-এর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। যারা বি-রাজনীতিকরণ করতে চেয়েছিল, তাদের সহযোগী ছিল মিডিয়ার একটি অংশ। সেই মিডিয়া এবার একটি দলের উসকানিতে শেখ হাসিনার সরকার হটানোর ষড়যন্ত্রে নেমেছে। তারাই অপপ্রচার চালাচ্ছে।

শোক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, সেই মিডিয়া শিক্ষার্থীদের আন্দোলনে আক্রান্তদের আক্রমণকারী হিসেবে তুলে ধরেছে। এমনকি আওয়ামী লীগের যে কর্মীর চোখ নষ্ট হয়ে গেছে, তাকে শিক্ষার্থী হিসেবে উপস্থাপন করে সংবাদ প্রচার করেছে।

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরানোর বিষয়ে কাদের বলেন, যুক্তরাষ্ট্রে যে খুনি অবস্থান করছে, তাকে সরানোর জন্য ট্রাম্প প্রশাসন সবুজ সঙ্কেত দিয়েছে। কানাডায় মৃত্যুদণ্ড না থাকায় আইনি জটিলতার কারণে এ মুহূর্তে ওখানে অবস্থানরত খুনিকে আনা যাচ্ছে না।

খালেদা জিয়ার জন্মদিন পালনের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের রাজনীতির কারো কারো আচরণ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের চেয়েও নৃশংস। স্কুলে, বিবাহে, পাসপোর্টসহ মোট পাঁচটি জন্ম দিবস তার। এখন তারা জন্মদিন পালন করছে, ফরম্যাট পরিবর্তন করে। তাদের আমরা ঘৃণা করি, ধিক্কার জানাই।

ইডেন কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক তাসলিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাঁপা, কেন্দ্রীয় সদস্য মারুফা আত্তার প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads