যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স জায়ান্ট অ্যামাজন মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করছে বিভিন্ন ক্ষেত্রেই। কর্মীদের এ প্রযুক্তির বিষয়ে প্রশিক্ষণ দিতে নিজস্ব কোর্সও রয়েছে অ্যামাজনের। তবে এ কোর্সগুলো সবার জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি, তাও আবার একেবারেই বিনামূল্যে। এক বিবৃতিতে অ্যামাজনের ডিপ লার্নিং ও এআই বিভাগের মহাব্যবস্থাপক ম্যাট উড জানিয়েছেন, মেশিন লার্নিং এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের ওপর ৪৫ ঘণ্টাব্যাপী প্রায় ৩০টি কোর্স রয়েছে অ্যামাজনের। এসব কোর্সের মাধ্যমে উপকৃত হতে পারবেন ডেভেলপার, ডাটা সায়েন্টিস্ট, ডাটা ইঞ্জিনিয়ার এবং এ খাতের অন্য পেশাজীবীরা।
প্রতিটি কোর্সেই একেবারে মৌলিক বিষয়গুলো থেকে শুরু করে বাস্তব উদাহরণ যেমন থাকছে, তেমনি থাকছে গবেষণা সংক্রান্ত নানা উপাত্তও। অ্যামাজনের কর্মীরা মুখোমুখি হয়েছেন এমন কিছু সমস্যার সমাধানও করা হয়েছে মেশিন লার্নিংয়ের মাধ্যমে। সেগুলোও মিলবে এ কোর্সগুলোতে। দক্ষ কর্মী নিয়োগের জন্য মেশিন লার্নিংয়ের ওপর সার্টিফিকেট প্রদান কার্যক্রম চালু করেছে অ্যামাজন। কোর্সের গ্রাহকরা অর্ধেক খরচে এ সার্টিফিকেট গ্রহণের সুযোগ পাবেন। মূলত প্ল্যাটফর্মটিকে আরো উন্নত করতেই অ্যামাজন এ সুযোগ চালু করেছে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে অ্যামাজন সহজেই দক্ষ কর্মীর সন্ধান পাবে। পাশাপাশি শুধু এ কোর্সগুলোর জন্য হলেও অনেকের সুনজরে থাকার সুযোগ তৈরি হবে।