বিজ্ঞান ও প্রযুক্তি

গ্রাহকদের তথ্য চুরি

উবারকে ৯ লাখ পাউন্ড জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ নভেম্বর, ২০১৮

বিপুলসংখ্যক গ্রাহকের তথ্য চুরির ঘটনায় উবারকে ৯ লাখ পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্য এবং নেদারল্যান্ডস। ২০১৬ সালে নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতার সুযোগ নিয়ে এসব তথ্য হাতিয়ে নেয় একজন হ্যাকার।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশনারস অফিস (আইসিও) উবারকে ৩ লাখ ৮৫ হাজার পাউন্ড জরিমানা করেছে। গ্রাহকদের স্পর্শকাতর তথ্যের সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে এ জরিমানা করা হয়েছে। অন্যদিকে ডাচ ডাটা প্রোটেকশন অথরিটি উবারকে জরিমানা করেছে ৫ লাখ ৩২ হাজার পাউন্ড। নেদারল্যান্ডসের তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এ জরিমানার মুখোমুখি হতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।

আইসিও জানিয়েছে, ২০১৬ সালে তথ্য চুরির যে ঘটনা ঘটেছে, সেখানে উবার উদাসীনতার পরিচয় দিয়েছে। পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করলে এ তথ্য চুরি এড়ানো যেত বলেও মনে করছে সংস্থাটি। পুরো ঘটনাটিকেই উবার অবহেলা করেছে এবং দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলেও জানিয়েছে আইসিও।

সংস্থাটি আরো জানিয়েছে, যুক্তরাজ্যের প্রায় ২৭ মিলিয়ন রাইডার ও ৮২ হাজার চালকের তথ্য ফাঁস হয়েছে এ ঘটনায়। ব্যক্তিগণ তথ্যের পাশাপাশি তাদের সব ট্রিপের তথ্য এবং লেনদেন সংশ্লিষ্ট তথ্যও আছে এখানে।

২০১৬ সালে একজন হ্যাকার নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে উবারের ৫৭ মিলিয়ন রাইডার এবং প্রায় সাত মিলিয়ন চালকের তথ্য চুরি করে। ধারণা করা হয়, যুক্তরাষ্ট্রের ২০ বছর বয়সী এক যুবক এ হ্যাকিংয়ে জড়িত। তথ্য চুরির পর নিজের ব্যক্তিগণ গিটহাব রেপোজিটরিতে এসব তথ্য প্রকাশ করে এই হ্যাকার। চুরি করা তথ্যের মধ্যে আছে নাম, ইমেইল ঠিকানা, ফোন নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্স নাম্বার। পরবর্তী সময়ে বাগ বাউন্টির অংশ হিসেবে হ্যাকারকে এক লাখ ডলার পরিশোধ করেছিল উবার। এর অংশ হিসেবে প্রকাশিত সব তথ্য সরিয়ে নেয় হ্যাকার।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রেও চাপের মুখে পড়ে উবার। ১৪৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের বিনিময়ে দেশটিতে রেহাই মেলে। তবে ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীদের তথ্য এ তালিকায় থাকার কারণে সেখানেও চাপে পড়তে হয় প্রতিষ্ঠানটিকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads