সবজি চাষে ঝুঁকছেন চরের নারীরা

সবজি চাষে ঝুঁকছেন চরের নারীরা

সংগৃহীত ছবি

কৃষি অর্থনীতি

সবজি চাষে ঝুঁকছেন চরের নারীরা

  • এমএ বশার, বাউফল
  • প্রকাশিত ২৮ নভেম্বর, ২০১৮

সংসারের অভাব ঘুচিয়ে কেউ কেউ হয়েছেন স্বাবলম্বী। ছেলেমেয়ের লেখাপড়ার খরচসহ পরিবারে বাড়তি আয় জোগাচ্ছেন। পটুয়াখালীর বাউফলের মূল ভূখণ্ডসহ বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপের, চরমিয়াজান, রায়সাহেবেরচর, চরওয়াডেল, চরব্যারেট, নিমদীচর, চরআলগী, চরবাসুদেবপাশাসহ কয়েক গ্রামে মেঠোপথের পাশে, পুকুরপাড়ে, ঘরের আঙিনায় এখন শোভা পাচ্ছে নানা জাতের মৌসুমি শাকসবজি।

নারীর হাতের ছোঁয়ায় বেড়ে উঠছে লালশাক, ধনেপাতা, বেগুন, ঢেঁড়শ, পুঁইশাক, বোম্বেমরিচ, চালকুমড়া, মিষ্টিকুমড়া, ধুন্দল, শিম, লাউ, ঝিঙের মতো বিভিন্ন সবজি। এসব সবজি চাষের কারণে কারো কাছে আগের মতো আশ্বিন-কার্তিকের অভাবের দিনেও হাত-পাততে হয় না চরের এসব অভাবি নারীদের। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইউসুফ আলী বলেন, ‘দরিদ্র ও পিছিয়ে থাকা নারীদের স্বাবলম্বী করার জন্য বাড়ির আঙিনায় ও পতিত জমিতে শাকসবজি, মশলা ও বিভিন্ন ধরনের ফল চাষের ওপর নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। লাভজনক এ কাজে নারীদের বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও চাষাবাদের সরঞ্জাম দেওয়া হয়। পর্যায়ক্রমে বিভিন্ন চর এলাকাসহ সব গ্রামে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads