এক কথায় বলা যেতে পারে অভাবনীয় সাফল্য। অস্ট্রেলিয়ার বাসেনটনে আয়োজিত 'আয়রন ম্যান' প্রতিযোগিতায় সেরার শিরোপা উঠল ভারতের নাসিকের ১৯ বছর বয়সী রাভিজা সিঙ্গালের মাথায়। সেই সঙ্গে সবচেয়ে কমবয়সী এশিয়ান নারী হিসেবে এই সম্মান অর্জন করলেন তিনি। রাভিজার বাবা নাসিকের পুলিশ কমিশনার রাভিন্দার কুমার সিঙ্গালও গত আগষ্ট মাসে ফ্রান্সে অনুষ্ঠিত একই প্রতিযোগিতায় সেরার খেতাব জিতেছিলেন। ফলে বাবা ও কন্যার এই যুগলবন্দিতে গর্বিত গোটা দেশ।
'আয়রন ম্যান' প্রতিযোগিতার মধ্যে থাকে ৩.৮ কিমি সাঁতার, ১৮০ কিমি সাইক্লিং এবং ৪২.২ কিমি দৌড়। যা শেষ করতে হয় ১৭ ঘন্টার মধ্যে। নাসিকের রাভিজা তা শেষ করেন মাত্র ১৬ ঘন্টা ৫ মিনিট ৪৫ সেকেন্ডও। জাতীয় পর্যায়ের সাঁতারু রাভিজা অবশ্য এ বছরেরই ফেব্রুয়ারিতে সবচেয়ে কম বয়সী 'হাফ আয়রনম্যান' বিজেতা হয়েছিলেন। অস্ট্রেলিয়ায় অবশ্য নাসিক-কন্যাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে জাপান, চীন, ফ্রান্স ও ইংল্যান্ডের হেভিওয়েট সব প্রতিদ্বন্দ্বীর সঙ্গে। কিন্তু কোনো কিছুতেই আটকে যাননি মাত্র ১৯ বছরের রাভিজা।
এ প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'বাবার সঙ্গে একই পোডিয়ামে দাঁড়াতে পেরেছি, এটা বিরাট সম্মানের। আমার বাবা-মা'ই আমার হিরো। তাদের গর্বিত করতে পেরেই আমি খুশি।' তিনি আরো বলেন, 'প্রতিযোগিতার অংশগ্রহণের সময় আমি বাকি পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছিলাম। আমার লক্ষ্যই ছিল ভারতের পতাকা নিয়ে সাফল্যের সঙ্গে প্রতিযোগিতা শেষ করা।' সেই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, প্রতিটা খেলার মতো এখানেও ৭০ শতাংশ মানসিক শক্তি আর ৩০ শতাংশ শারীরিক শক্তির প্রয়োজন। সেদিকেই সবচেয়ে বেশি লক্ষ্য রেখেছিলেন তিনি।