সফটওয়্যার আমদানিতে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার এবং কাস্টমস ডিউটি বা বহিঃশুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বর্তমানে বিভিন্ন ধরনের সফটওয়্যার আমদানির ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট এবং ২৫ শতাংশ বহিঃশুল্ক বিদ্যমান রয়েছে। তবে আগামী অর্থবছরে বহিঃশুল্ক কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
এ প্রস্তাব চূড়ান্ত হলে বিদেশ থেকে আমদানি করা সব ধরনের সফটওয়্যারের দাম কমবে। এর মধ্যে আছে- ডাটাবেজ সফটওয়্যার, ডেভেলপমেন্ট টুল, প্রোডাক্টিভিটি, অপারেটিং সিস্টেম, অটোমেটিক ডাটা প্রসেসিং মেশিনের কোলাবরেশন সফটওয়্যার প্রভৃতি।