গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত নারী আসনের এমপি রুমানা আলী টুসি শীতার্থ দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও হাঁস মুরগি বিতরণ করেছেন। এ সময় নিজস্ব অর্থায়নে নারীদের স্বালম্বী করতে আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখতে নারীদের মাঝে হাঁস-মুরগী বিতরণ করেন এমপি টুসি।
এ সময় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন এতিমখানা ও মসজিদে অনুদানের চেক হস্তান্তর করেন।
আজ শুক্রবার সকালে পৌর আ’লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলবুলের সভাপতিত্বে এক আয়োজনের মাধ্যমে এ সব কার্যক্রম চালানো হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জলিল, শ্রীপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আহসান উল্লাহ, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সরকার, মাওনা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিরুল হাসান জিকু, জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম শিমুল প্রমুখ।