শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নারী শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নারী শ্রমিকের মৃত্যু

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ মার্চ, ২০১৯

গাজীপুরের শ্রীপুরে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। গ্যাসের আগুনে অগ্নিদগ্ধ হয়ে সেলিনা আক্তার (৩২) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলার পৌরশহরের গিলারচালা (মাস্টারবাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

আগুনে চারটি বসতঘর পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা। 

নিহত সেলিনা আক্তার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দৌলতপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে। তিনি গিলারচালা এলাকায় শহিদুল ইসলামের বাড়িতে ভাড়ায় থেকে পাশের একটি জুতার তৈরির কারখানায় কাজ করতেন।

নিহতের স্বজনরা জানান, সেলিনার স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করছে। এ কারনে সেলিনা গিলারচালা এলাকায় চাকরি শুরু করেন। আজ ভোরে রান্নার প্রস্তুতি নেওয়ার সময় গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে গ্যাস নির্গত হয়। পরে চুলায় আগুন ধরাতে গেলে আচমকা ঘরে আগুন লেগে যায়। কিছু সময় পরেই বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ। এ সময় অন্য সবাই বাড়ি থেকে বের হতে পারলেও সেলিনা আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়।

শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আল আমিন মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায়। সিলিন্ডারের গ্যাস পাইপে লিকেজ থাকায় আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির চারটি টিনসেড রুম পড়ে যায়। বিস্ফোরিত সিলিন্ডারটি উদ্ধার করা হয়েছে।

শ্রীপুর থানার এসআই আহসান উজ্জামান জানান, নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। স্বজনদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads