নেত্রকোনার কলমাকান্দায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী কলমাকান্দা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফজলুল হক ফজলু’র আনারস প্রতীকে ভোট চেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেল উপজেলা সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ পথচারীদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আনারস প্রতীকে ভোট চাইলেন মো. ফজলুল হক ফজলুসহ ওই নেতাকর্মীরা ।
উল্লেখ্য, উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৪০৮ জন। আগামী মাসের ১০মার্চ ৫৪টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।