শ্রীপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত ২০

গাজীপুরের শ্রীপুরের মানচিত্র

সংগৃহীত ছবি

সারা দেশ

দুই নেতার অনুসারীদের দ্বন্দ্ব

শ্রীপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত ২০

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ ডিসেম্বর, ২০১৮

গাজীপুরের শ্রীপুরে নির্বাচন পরবর্তী সময় আ.লীগের দুই গ্রুপের মাঝে সংঘর্ষ হয়েছে। এ সময় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এক পক্ষ অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করে। আজ সোমবার দুপুরে কাওরাইদ বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহতরা হলেন- নুরে আলম (৩০) ও স্বপন ফকির (৩৪) ও শাকিল মিয়া (২০)।

প্রক্ষ্যদর্শী ব্যবসায়ীরা জানান, নির্বাচনের কয়েকদিন আগ থেকেই সাংসদপুত্র জামিল হাসান দূর্জয় অনুসারী কাওরাইদ ইউপি চেয়ারম্যার রফিকুল ইসলাম মন্ডলের লোকজনের সঙ্গে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের অনুসারী সাবের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন ফকিরের লোকজনের ¯œায়ু যুদ্ধ চলছিল। পরে আজ (সোমবার) দুপরে আ.লীগ অফিস দখলকে কেন্দ্র করে আ.লীগের দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষই উত্তেজিত হলে বাধে সংঘর্ষ। আ.লীগ অফিসের আসবাপত্র ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাওরাইদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য আবদুস সামাদ জানান, দুপুরে ওই পার্টি অফিসে বসে ছিলেন বেশ কিছু আ.লীগের নেতাকর্মী। এ সময় আচমকা বর্তমান ইউপি চেয়ারম্যান রফিক মন্ডলের শতাধিক সশস্ত্র লোকজন আমাদের ওপর আক্রমন করে। এ সময় অফিসের চেয়ার, টেবিল, টেলিভিশন ভাঙচুর করা হয়। দুইজনকে পিটিয়ে আহত করা হয়।

কাওরাইদ ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বলেন, দুপুরে আমার ভাই সুলতান উদ্দিন মন্ডলের বাড়িতে তারা হামলা চালিয়েছে। পার্টি অফিসে এসে আমাদের লোকজনকে পিটিয়েছে। এতে আমাদের অনুসারী জুলহাস, রনি, দিপু গুরুতর আহত হয়েছে।

শ্রীপুর থানার এসআই মাহমুদুল হাসান জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখন ওই এলাকায় আতঙ্ক কেটে গেছে। পুরোপুরি শান্ত রয়েছে কাওরাইদসহ আশপাশের এলাকা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads