নির্বাচনে ভোট পড়েছে ৮০ শতাংশ : সিইসি

আজ সোমবার নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সিইসি কে এম নুরুল হুদা

সংগৃহীত ছবি

নির্বাচন

নির্বাচনে ভোট পড়েছে ৮০ শতাংশ : সিইসি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩১ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসাহ, উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, এ নির্বাচনে ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছে। পুননির্বাচনের কোনো সুযোগ নেই।

আজ সোমবার নির্বাচনের পরের দিন নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কে এম নুরুল হুদা বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নির্বাচনের দিন ১৪ জনের প্রাণহানি ঘটায় দুঃখ প্রকাশ করে সিইসি বলেন, সারা দেশের ৪০ হাজারের বেশি ভোটকেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

নুরুল হুদা বলেন, ‘ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবাই উৎসবমুখর নির্বাচনকে উপভোগ করেছে। সত্যিকার অর্থে জাতি ৩০ ডিসেম্বর ভোট উৎসবে মেতে উঠেছিল।’

সাংবাকিদের প্রক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট, অসন্তুষ্ট নই।’

পুননির্বাচনের ব্যাপারে জাতীয় ঐক্যফ্রন্টের দাবি প্রসঙ্গে সিইসি নুরুল হুদা বলেন, ‘পুননির্বাচন অনুষ্ঠানের সুযোগ নেই।’

গণমাধ্যম, স্থানীয় ও বিদেশি পর্যবেক্ষদের প্রতিবেদন অনুযায়ী নির্বাচন বিশ্বাসযোগ্য হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অনিয়মের লিখিত অভিযোগ পাইনি।’

‘নির্বাচন কমিশন কোনো অভিযোগ পেলেও নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশে কোনো বাধা নেই,’ যোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে চারজন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads