শ্রমজীবী মানুষদের দুই মাসের জন্য ১৬ হাজার টাকা নগদে প্রণোদনা দিতে সরকারের প্রতি আহ্বান সিপিডির

সংগৃহীত ছবি

জাতীয়

শ্রমজীবী মানুষদের দুই মাসের জন্য ১৬ হাজার টাকা নগদে প্রণোদনা দিতে সরকারের প্রতি আহ্বান সিপিডির

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ এপ্রিল, ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় সারাদেশে চলছে লকডাউন। কাজ নেই শ্রমজীবীদের। শ্রমজীবী মানুষরা যাতে বেচে থাকতে পারে সে জন্য অন্তত দুই মাস ৮ হাজার করে ১৬ হাজার টাকা নগদে প্রণোদনা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি।

আজ সোমবার এক সংবাদ সম্মেলনে সিপিডি দরিদ্র ও নিম্ন আয়ের শ্রমজীবীদের জীবিকা নির্বাহ করতে এবং একইসঙ্গে লকডাউনে সহায়তা করতে মোবাইল ব্যাংকিং হিসাবে নগদ টাকা প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেছে।

সংস্থাটি এক হিসাবে দেখিয়েছে,  মাসে ১০ হাজারের নিচে আয় এমন  ১ কোটি ৭০ লাখ খানা বা পরিবারের (৪ জনের) দুই মাসে ১৬  হাজার টাকা দিলে সরকারের ব্যয় হবে ২৬ হাজার ৯৬২ কোটি টাকা। এর মাধ্যমে ৬ কোটি ৬৪ লাখ মানুষকে এই বিপদের দিনে সুবিধা দেওয়া যাবে। আর মাসিক আয় ১১ হাজার টাকার নিচে বিবেচনায় নিলে পরিবারের সংখ্যা হবে ১ কোটি ৯০ লাখ এবং সুবিধাভোগ মানুষের সংখ্যা হবে ৭ কোটি ৫৭ লাখ। এক্ষেত্রে সরকারের খরচ হবে  ২৯ হাজার  ৮৫২ কোটি টাকা । 

সংবাদ সম্মেলন অনলাইনে সংযুক্ত হন-সিপিডির  ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান,  নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, গবেষণা পরিচালক ও সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads