দেশে করোনায় নতুন শনাক্ত ১৮২, আরো ৫ জনের মৃত্যু

ফাইল ছবি

জাতীয়

দেশে করোনায় নতুন শনাক্ত ১৮২, আরো ৫ জনের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ এপ্রিল, ২০২০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১৮২ জন নতুন রোগী শনাক্ত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। একই সময়ে মারা গেছেন আরও পাঁচজন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮০৩ জন। মোট মারা গেছেন ৩৯ জন।

আজ সোমবার করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫৭০ জন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, নতুন তিনটি কোয়ারেন্টিন সেন্টার তৈরি হচ্ছে একটি বসুন্ধরা কনভেনশন সেন্টার, নর্থ সিটি করপোরেশনের পুরোনো ভবন ও ডিয়াবাড়িতে পুরোনো ভবন। নতুন হাসপাতাল নেয়ার কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে বেসরকারি হাসপাতাল তালিকাভূক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।

হাসপাতালে লাখ লাখ লোকের চিকিৎসা কোনো দেশ দিতে পারে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads