সারা দেশ

শোয়েবের ভাসমান লাশ উদ্ধার ৫ দিন পর

  • ''
  • প্রকাশিত ২ সেপ্টেম্বর, ২০২৪

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

পানিতে ডুবে নিখোঁজ শোয়েব এর লাশ ৫ দিন পর বাঘাবাড়ি তেলের ডিপোর কাছে ভেসে উঠে । খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত সোয়েব উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাতী মহল্লার আব্দুস সালাম বাবুর একমাত্র পুত্র, সে ঢাকা আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের মানবিক বিভাগের এর ছাত্র ছিল ।

গত বুধবার সকালে শোয়েব তার বন্ধুদের সাথে নৌকায় পিকনিক করতে যায়। দুপুর ২. ৩০ মিনিটে বন্ধুদের সহ সে শাহজাদপুর রাউতারা সুইচগেটে গোসল করার জন্য পানিতে নামে। এরপর সে পানিতে তলিয়ে যায় ।

স্থানীয় জেলেরা, ফায়ার সার্ভিস, পুলিশ সহ ডুবুরি টিম নিয়ে সারাদিন উদ্ধারের চেষ্টা চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। রবিবার তার লাশ বাড়াবাড়ি তেলের ডিপোর পাশে ভেসে উঠে । লাশ পাওয়া গেছে খবর পেরে তার পিতা, মাতা, আত্মীয়রা সেখানে উপস্থিত হয়। স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠে ।

লাশের খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ সেখানে উপস্থিত হয় এবং তারা জানান নৌপুলিশ লাশটিকে শুরৎহাল করে পরবর্তী ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads