সারা দেশ

ধামরাইয়ে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • ''
  • প্রকাশিত ২ সেপ্টেম্বর, ২০২৪

ধামরাই প্রতিনিধি:

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের( গাজীপুর আঞ্চলিক কেন্দ্র) আয়োজনে ও বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্পের অর্থায়নে ( বিনা আঞ্চলিক কেন্দ্র) বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন জাত সমূহের পরিচিত, আমন ধানের পরিচর্যা, বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গত রোববার ঢাকার ধামরাইয়ে কৃষি প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়।

বিনা আঞ্চলিক কেন্দ্রের( গাজীপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহমেদের ও সভাপতিত্বে ও পরীক্ষক কর্মকর্তা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষক কর্মশালায় দিক নির্দেশনা বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে বিনা আঞ্চলিক কেন্দ্রের( গাজীপুর)

মহাপরিচালক পরমাণু কৃষি বিজ্ঞানী ড.মোঃ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে পরিচালক (গবেষণা) ড. ইকরামুল হক,কৃষি সম্প্রসারন অধিদপ্তর (ঢাকা) উপ-পরিচালক কৃষিবিদ ড.আফিয়া আক্তার,ধামরাই উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান,কৃষি সম্প্রসারণ অফিসার জগদীশচন্দ্র রায় ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান মিজান প্রমুখ।

এই প্রশিক্ষণ অনুষ্ঠানে ৫০জন কৃষক কৃষাণী, উপজেলার কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads