ইরানি নির্মাতা জাফর পানাহি ফ্রান্সে অনুষ্ঠিত কান ফিল্ম ফেস্টিভালে উপস্থিত হতে পারেননি। ‘থ্রি ফেসেস’ ছবির প্রচারের জন্য ফ্রান্সে আসার জন্য অনুমতি চাইলেও পাননি তিনি। তাকে কান যাত্রার অনুমতি দিতে উৎসবের আয়োজকরা ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে ইরান সরকারকে অনুরোধ করেছিল। কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। গৃহবন্দিই আছেন ৫৭ বছর বয়সী এই নির্মাতা।
এই অবিচারের প্রতিবাদ জানাতে কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরের আয়োজকরা এক অদ্ভুত ব্যবস্থা নেন। ষষ্ঠ দিনে তার পরিচালিত ‘থ্রি ফেসেস’ ছবির সংবাদ সম্মেলনে দুই অভিনেত্রী বেনাজ জাফারি ও মারজিয়ে রেজাই, সম্পাদক মাসতানাহ মাহোজার ও চিত্রগ্রাহক আমিন জাফারি হাজির ছিলেন। দুই অভিনেত্রীর পাশে জাফর পানাহির নাম লেখা একটি চেয়ার শূন্য রেখে দেওয়া হয়।
শুধু সংবাদ সম্মেলনই নয়, আগের দিন রাত সাড়ে ৯টায় স্বর্ণ পামের দৌড়ে থাকা ‘থ্রি ফেসেস’ ছবির উদ্বোধনী প্রদর্শনীর সময়ও গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে জাফর পানাহির সম্মানে একটি চেয়ার শূন্য রাখা হয়। তখন প্রেক্ষাগৃহে উপস্থিত সবাই তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান। রোববার গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সকাল সাড়ে ৮টা ও দুপুর পৌনে ২টা, সাল দুবুসিতে সকাল সাড়ে ৮টা, সাল দ্যু সোসানতিয়েমে বেলা সাড়ে ১১টা ও অলিম্পিয়ায় রাত ৮টায় আবারো দেখানো হয় ছবিটি।
‘থ্রি ফেসেস’-এর গল্প আর্মেনিয়ার সীমান্তবর্তী উত্তর-পশ্চিম ইরানের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের প্রেক্ষাপটে বিভিন্ন বয়সী তিন অভিনেত্রীকে ঘিরে। তাদের একজন অভিনয় ছাড়তে বাধ্য হয়, অন্যজন হালের বিখ্যাত তারকা আর বাকি মেয়েটি ড্রামা স্কুলে ভর্তি হতে মুখিয়ে থাকে। কিন্তু পরিবারের গোঁড়ামির কারণে পারছে না। তাই এক অভিনেত্রীর শরণাপন্ন হয় সে। এ ছবির মাধ্যমে ইরানি সমাজব্যবস্থাকে নিয়ে প্রশ্ন তুলেছেন জাফর পানাহি। এতে তিনি নিজেই চলচ্চিত্র পরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন।