ফেসবুকের বিরুদ্ধে শিশুদের জন্য থাকা ব্যক্তিগত গোপনীয়তা নীতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ক্যাম্পেইন ফর অ্যা কমার্শিয়াল ফ্রি চাইল্ডহুড নামের সংগঠন। সামাজিক যোগাযোগ মাধ্যমটি বিতর্কিত মেসেঞ্জার কিডস অ্যাপ থেকে শিশুদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য তাদের অভিভাবকের সম্মতি ছাড়াই সংগ্রহ করছে, এমন অভিযোগ করা হয়েছে ফেডারেল ট্রেড কমিশনের কাছে।
শিশুদের কথা মাথায় রেখে মেসেঞ্জার ফর কিডস এনেছিল ফেসবুক। তবে অ্যাপটি ব্যবহার করতে হয় অভিভাবকের সম্মতিতে। সংগঠনটি বলছে, ফেসবুক যে উপায়ে তাদের সম্মতি নিচ্ছে, তা চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রটেকশন অ্যাক্টের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আর এ কারণেই তাদের বিষয়ে অভিযোগ করা হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, অভিভাবকের সম্মতির কথা বলা হলেও অভিভাবকের পরিচয় নিশ্চিত না হয়েই অ্যাকাউন্টের অনুমোদন দিয়ে দিচ্ছে ফেসবুক। এক্ষেত্রে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে সেটিকে অভিভাবকের ফেসবুক অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করার ঘটনা ঘটছে।
এ বছরের শুরুর দিকে শতাধিক অভিজ্ঞ ব্যক্তির স্বাক্ষর সংবলিত একটি চিঠি মার্ক জাকারবার্গের কাছে পাঠিয়েছিল সংগঠনটি। এ চিঠির মাধ্যমে মেসেঞ্জার ফর কিডস অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়ার দাবি তোলা হয়েছিল।
উল্লেখ্য, ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য গত বছরের ডিসেম্বরে মেসেঞ্জার ফর কিডস চালু করে ফেসবুক। পরে যুক্তরাষ্ট্র, কানাডা ও অন্যান্য দেশের জন্য গুগল প্লেস্টোরে অ্যাপটি উন্মুক্ত করা হয়।