নতুন স্মার্টওয়াচ আনল এলজি

এলজি’র নতুন স্মার্টওয়াচ

ছবি : ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

নতুন স্মার্টওয়াচ আনল এলজি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৫ অক্টোবর, ২০১৮

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি হাইব্রিড স্মার্টওয়াচ বাজারে আনার ঘোষণা দিয়েছে। এলজি ডব্লিউ৭ মডেলের এই স্মার্টওয়াচটির দাম ধরা হয়েছে ৪৫০ ডলার। শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে এটি পাওয়া যাবে।

ডিজিটাল ফিচারের পাশাপাশি মেকানিক্যাল মুভমেন্টও থাকছে স্মার্টওয়াচটিতে। ১.২ ইঞ্চি গোলাকার ডিসপ্লে সংবলিত স্মার্টওয়াচটিতে থাকছে ১.১ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ওয়্যার ২১০০ প্রসেসর। এর সঙ্গে থাকছে ৭৬৮ মেগাবাইট র্যাম ও ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি।

আইপি৬৮ রেটিং থাকায় এটি ধুলাবালি ও ওয়াটার প্রুফ হবে। এতে আরো থাকছে ব্যারোমিটার, অল্টিমিটার ও কম্পাস।

ব্লুটুথ, ওয়াইফাই, ইউএসবি-সি কানেক্টিভিটি অপশন পাওয়া যাবে এ হাইব্রিড স্মার্টওয়াচে। ২৪০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে ডিভাইসটিতে। এলজি দাবি করেছে, একবার চার্জ দিলে তিন থেকে চার দিন এটি ব্যবহার করা যাবে। এছাড়া স্মার্ট ফিচার বন্ধ রেখে শুধু এনালগ মোডে ব্যবহার করলে ১০০ দিন পর্যন্ত স্মার্টওয়াচটি ব্যবহার করা যাবে বলেও জানিয়েছে এলজি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads