শুধু শিশুদের কথা মাথায় রেখে আলাদা একটি অ্যাপ নিয়ে কাজ করছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। লল নামক এই অ্যাপটি নিয়ে বর্তমানে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্রের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ এ খবর প্রকাশ করেছে।
ধারণা করা হচ্ছে, অ্যাপটির কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নতুন ওই লল হাব হবে হাসির ভিডিও এবং গিফের মতো। যাতে ভিন্ন ভিন্ন শ্রেণিতে মিম ভাগ করা হয়েছে। এতে থাকছে আপনার জন্য, প্রাণি, ব্যর্থতা এবং তামাশার মতো বিষয়।
বর্তমানে ১০০ স্কুল শিক্ষার্থীর কাছে প্রাইভেট বেটা হিসেবে চালু করা হয়েছে অ্যাপটি।
কিশোর কিশোরীদের মধ্যে বেশি জনপ্রিয় ফেসবুকের ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। এবার ফেসবুকের এসব গ্রাহককে টানতে চাচ্ছে তারা। এর আগেও ফেসবুক ছোট ভিডিওর জন্য ‘ল্যাসো’ অ্যাপ আনলেও সেটি খুব একটা জনপ্রিয় হয়নি।