রোবটদের ফুটবল খেলায় চ্যাম্পিয়ন ড্যাফোডিল

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

রোবটদের ফুটবল খেলায় চ্যাম্পিয়ন ড্যাফোডিল

  • প্রকাশিত ২১ জানুয়ারি, ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত তৃতীয় বুয়েট রোবো কার্নিভাল-২০১৯-এর সকারবট সেগমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিম ‘ডিআইইউ গ্র্যাভিটন’। গত ১৮ জানুয়ারি আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন টিম ডিআইইউ গ্র্যাভিটনের নেতৃত্বে থাকা সৈয়দ মো. ওমর শাঈখ।  সৈয়দ মো. ওমর শাঈখ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার প্রকৌশল বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী।

সকারবট মূলত রোবটদের মাঝে ফুটবল খেলা। দুই দলের পক্ষ থেকে খেলার প্ল্যাটফর্মে রোবটদের ছেড়ে দেওয়া হয় এবং বাইরে থেকে এর নিয়ন্ত্রণ করেন দুই দলের প্রতিযোগীরা। এরপর সর্বোচ্চ সংখ্যক গোলের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়।

এই প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রায় ৭০টি টিমকে পেছনে ফেলে ফাইনাল ম্যাচে ডিআইইউ গ্র্যাভিটন ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি টিম পরস্পরের মুখোমুখি হয়। সেখানে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আসা টিমের রোবট করে ১ গোল আর ড্যাফোডিলের টিম করে ৩ গোল। শেষে ৩-১ গোলে বিজয়ী হয় ড্যাফোডিল টিম।  বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads