আনন্দ বিনোদন

শিমুল খানের ‘মানব’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২ ফেব্রুয়ারি, ২০১৯

‘মানব’ শিরোনামের নতুন একটি ছবি প্রযোজনার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা শিমুল খান। ছবিটির চিত্রনাট্য, পরিচালনা ও সম্পাদনা করবেন জুয়েল রানা। শিমুল খান মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত এ ছবিতে অভিনয় করবেন নবাগত ওমর মালিক, ক্যামেলিয়া রাঙা, শিমুল খান প্রমুখ। ৩১ জানুয়ারি সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ছবিটির বিষয়ে বিস্তারিত ঘোষণা দেন শিমুল খান।

গল্পে দেখা যাবে, প্রেম করে বিয়ে করা এক দম্পতির মাঝে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা জন্ম দেয় এক ভয়ঙ্কর ক্রমিক হত্যাকাণ্ডের। যার পরিণতিতে একদম শেষ পর্যন্ত পুরো ছবির গল্প বহন করে চলে অকল্পনীয় এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। পরিশেষে দৃশ্যমান হয় একটি চরম শিক্ষণীয় বাস্তবতা।

প্রযোজক শিমুল খান জানান, এরই মধ্যে ছবির ৭০ শতাংশ চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্যে চলতি মাসেই ছবির বাকি চিত্রায়ণ সম্পন্ন করা হবে। ৭ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে ছবির টিজার।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads