বিরতির পর নতুন গান নিয়ে ফিরছেন সঙ্গীতশিল্পী সাবরিনা পড়শী। নতুন বছরের প্রথম গানটি নিয়ে উচ্ছ্বসিত তিনি। ‘আবাহন’ শিরোনামের গানটির কথা লিখেছেন ফৌজিয়া সুলতানা পলি। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ।
গতকাল রাত ৮টায় এইচডব্লিউ প্রোডাকশনের ব্যানারে হাবিব ওয়াহিদের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। এ প্রসঙ্গে সাবরিনা পড়শী বলেন, ‘আমার পছন্দের সঙ্গীত পরিচালকদের একজন হাবিব ভাই। চলচ্চিত্রের জন্য তার সঙ্গে আগে গান গেয়েছি। সে গান চলচ্চিত্রের গল্প অনুযায়ী তৈরি করা হয়েছিল। কিন্তু এবারের গানটি শুধু আমার জন্যই বানিয়েছেন তিনি। এই গান দিয়েই আমার বছর শুরু হচ্ছে।
২০১৫ সালে এসএ হক অলীক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিতে প্লে-ব্যাক করেছিলেন পড়শী ও হাবিব। ‘মনের দুয়ার’ শিরোনামের এ গানটির সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন শাকিব খান ও পরীমনি।