ভালোবাসা দিবস উপলক্ষে ‘আনএক্সপেক্টেড স্টোরি’ শিরোনামের বিশেষ নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। গেল সপ্তাহে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। নাটকটিতে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, কাজী উজ্জ্বল প্রমুখ।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘মাহমুদুর রহমান হিমির নির্দেশনায় এবারই প্রথম আমি নাটকে অভিনয় করেছি। তার নির্দেশনায় কাজ করার প্রথম কারণ হচ্ছে হিমির গল্পটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া হিমি সম্পর্কে আমি অনেক আগে থেকেই অবগত। যে কারণে তার নির্দেশনায় কাজ করতে গিয়ে দেখেছি বেশ গুছিয়ে কাজ করার চেষ্টা করেছে সে। সবশেষে কাজটি যা দাঁড়িয়েছে, তাতে মনে হলো যে এই কাজটি ভালোবাসা দিবসে দর্শকের কাছে একটি উপভোগ্য নাটক হবে। আর মেহজাবিনের সঙ্গে সব সময়ই কাজ করাটা আমি ভীষণ উপভোগ করি।’
একই প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী বলেন, ‘এর আগে হিমির নির্দেশনায় এপিটাফ, ইচ্ছে খাম, তোমার অপেক্ষায়, নিঃশ্বাস নাটকে অভিনয় করেছি। হিমি চেষ্টা করেন ভালোভাবে কাজটি শেষ করতে। তার ইউনিটও বেশ গোছানো থাকে। যে কারণে তার নির্দেশনায় কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। ভালোবাসা দিবসের বিশেষ নাটক আনএক্সপেক্টেড স্টোরির গল্পটা ভীষণ ভালো লেগেছে। আশা করি নাটকটি দেখে দর্শক অনেক মজা পাবেন।’
নির্মাতা মাহমুদুর রহমান হিমি জানান, হিয়া মাল্টিমিডিয়া প্রযোজিত ‘আনএক্সপেক্টেড স্টোরি’ নাটকটি ১৪ ফেব্রুয়ারি রাত ১১টা ২০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।