মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়ার লঞ্চঘাট থেকে গতকাল সোমবার রাতে ৭১০ বোতল ফেন্সিডিলসহ ৫ জনকে আটক করেছে লৌহজং থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মো. রাজিব খানের নেতৃত্বে শিমুলিয়াঘাটে অভিযান চালানো হয়। এ সময় শিমুলিয়া লঞ্চঘাট থেকে বেঁদে সম্প্রদায়ের ৫ জনের বহন করা বাঁশের খাচি ও ব্যাগে তল্লাশি চালিয়ে ৭১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আসামিরা হলেন উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামের মৃত পাকিস্থান সাপুরিয়ার পুত্র এরশাদ (২৬) ও বাবুল সাপুরিয়া (৩৫), সাবেদ সাপুরিয়ার পুত্র সিনবাদ (২০), মহব্বত আলীর কন্যা রুমা আক্তার (২৪), শহিদুল ইসলামের স্ত্রী তাছলিমা বেগম (২৮)। তাদের বিরুদ্ধে লৌহজং থানায় একটি মামলা করা হয়েছে।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানায়, তারা সাতক্ষীরা থেকে ফেন্সিডিলগুলো বহন করে লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় যাচ্ছিলো এমন সময় শিমুলিয়া লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।