সাতক্ষীরায় প্রার্থনা, কেক কাটা, বাজি পোড়ানো, নগর কীত্র্তণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রীষ্টান সমপ্রদায়ের ধর্মগুরু যীশু খ্রীষ্টের বড়দিন। দিবসটি উৎযাপন উপলক্ষে গতকাল সোমবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা শহরতলীর পারকুকরালী সানতলা পবিত্র পরিবারের গীর্জা ও চালতেতলা কবরস্থান সংলগ্ন ক্যাথেলিক মিশনে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আলোকসজ্জায় সজ্জিত করা হয় গীর্জা ও মিশন প্রাঙ্গন। বিশেষ প্রার্থনা শেষে কেক কাটা হয়। এরপরই শিশু ও কিশোররা বাজি পুড়িয়ে আনন্দে মেতে ওঠে। পরে রাত তিনটা পর্যন্ত নগর কীত্র্তণ অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন খ্রীষ্টীয় ও হিন্দু নর- নারীরা।
উপস্থিত খ্রীষ্ট্র সমপ্রদায়ের সদস্যরা বড় দিন দিনের মাহাত্ম তুলে ধরে বলেন, ভগবান যীশু শুধু খ্রীষ্টান সমপ্রদায়ের জন্য নয়, তিনি সকল ধর্মের মানুষের কল্যানে কাজ করে গেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বড় দিনকে ঘিরে গীর্জায় গীর্জায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া কলারোয়া উপজেলার কয়লা, কালিগঞ্জ উপজেলার চাঁচাই, তালা উপজেলার লক্ষণপুরসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে বড়দিন পালিত হয়েছে।