শিবগঞ্জে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শিবগঞ্জে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২ জুন, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া এলাকায় অসহায় দুস্থদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে বেসরকারি সংস্থা নাবিল ফাউন্ডেশনের উদ্যোগে প্রধান কার্যালয় প্রাঙ্গনে অসহায় ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন সংস্থার নির্বাহী পরিচালক এ কে এম আলী হায়দার সেলিম।

বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানসাট সলেমান ডিগ্রি কলেজের প্রাক্তন প্রফেসর আলহাজ্ব আবদুল বারী।

এতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মামুন অর রশিদ, কানসাট সলেমান ডিগ্রি কলেজের প্রফেসর মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী তৈমুর রহমান, সংস্থার কার্যকারী সদস্য সাদিকুল ইসলাম ও সংস্থার ম্যানেজার মাসুদ রানাসহ অন্যরা।

সংস্থার নির্বাহী পরিচালক এ কে এম আলী হায়দার সেলিম জানান, ঈদের আনন্দ প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিতে নাবিল ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারো এলাকার অসহায় দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে- সেমাই, চিনি দুধ ও নুডলস্। এদিকে একই সময় মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে কানসাট মধুমতি বাজারের সেন্ট্রাল অফিস কক্ষে ১৫০ অসহায় দুস্থ নারী-পুরুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা। ঈদ বস্ত্র বিতরণের মধ্যে রয়েছে- শাড়ি, লুঙ্গী ও পাঞ্জাবী।

এ সময় উপস্থিত ছিলেন মধুমতি জেনারেল ম্যানেজার আসাদুল্লাহ, এরিয়া হেড ও অডিট হেড যথাক্রমে ইসলাম হোসেন ও তমাল আলীসহ অন্যরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads