শিক্ষা

শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাবি ভিসি 

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ ডিসেম্বর, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বারবার ব্যর্থ হচ্ছেন বলে অভিযোগ করেছেন অভিভাবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। গতকাল মঙ্গলবার দুপুরে অভিভাবকদের পক্ষে ‘উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজের’ ব্যানারে কর্মসূচি পালন শেষে রাখাল রাহা নামের একজন অভিভাবক উপাচার্যকে এ অভিযোগসংবলিত স্মারকলিপি দেন। রাষ্ট্রীয় তহবিল থেকে বেতন নিয়ে ভিসি একজন দলীয় কর্মকর্তার মতো আচরণ করছেন বলেও ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়। 

স্মারকলিপিতে বলা হয়, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কতিপয় শিক্ষার্থীর মা-বাবা, অভিভাবক, সাবেক ছাত্র, লেখক, শিল্পী, সাংবাদিক, আইনজীবী তথা রাষ্ট্রের কর প্রদানকারী নাগরিক। গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সময় নিপীড়ন-নির্যাতনের  

শিকার হচ্ছেন। কিন্তু তারা আপনার (ভিসি) কাছ থেকে কোনো প্রতিকার পাচ্ছেন না। আমরা জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার পরও আপনি সব শিক্ষার্থীর প্রতি নিরপেক্ষ থাকতে ব্যর্থ হচ্ছেন।’ 

এতে আরো বলা হয়, ‘আপনি এই বিশ্ববিদ্যালয়ের বেতনভুক্ত সর্বোচ্চ ও সার্বক্ষণিক কর্মকর্তা। দিনের পর দিন আপনার পক্ষপাতমূলক, অমানবিক আচরণে আমরা হতবাক, বিমর্ষ ও উদ্বিগ্ন। আপনার এই আচরণ অপরাধীদের ধারাবাহিক অপরাধকর্মে উসকানি দিচ্ছে।’ 

স্মারকলিপি দেওয়ার পর অভিভাবক রাখাল রাহা দলীয় কর্মকর্তার মতো আচরণ করার বিষয়ে উপাচার্যকে প্রশ্ন করেন। তবে উপাচার্য প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বলেন, ‘আপনাদের এই বার্তা বিশ্ববিদ্যালয় পরিচালনায় সহায়তা করবে। অভিভাবকরা আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আপনাদের কথা শোনা আমাদের প্রয়োজন। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে।’ 

এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস ডাকসু ভিপির ওপর হামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশয় প্রকাশ করলে ভিসি বলেন, ‘আমাদের ওপর আস্থা রাখবেন। তদন্তের কাজ গণতান্ত্রিকভাবে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও বর্তায়। সে হিসেবে আমাদের দায়িত্বে যতটুকু পড়বে তা ভালো করে করার চেষ্টা করব।’ 

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘ভিপি নুরের ওপর হামলার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা যাবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছি। তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

বিশ্ববিদ্যালয়ের সব হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো সংগঠনকে নির্দিষ্ট করে কিছু বলা উচিত নয়।’ এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, সহকারী প্রক্টর আবদুর রহিম এবং উদ্বিগ্ন অভিভাবকদের পক্ষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও চিত্রশিল্পী শহীদুল আলম প্রমুখ। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads