নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হল হাজী বাড়ির সোহাগের মেয়ে লামিয়া আক্তার (৫) ও সোহাগের বোন পারভীন আক্তারের মেয়ে সামিয়া আক্তার (৫)।
মঙ্গলবার চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় রায়শ্রী উত্তর ইউনিয়নের হাজী বাড়িতে এ নির্মম ঘটনাটি ঘটে। পরিবারের ধারণা, তারা ডোবায় শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
ঘটনার বিবরণে জানা গেছে, সকাল ৯ টায় খেলাধুলা করতে ঘর থেকে বের হয়ে যায়। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ তাদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে দুপর বেলায় বাড়ির পাশে থাকা ডোবায় তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। পারভীন আক্তার ঈদের পিতার বাড়ীতে বেড়াতে এসেছিল। তার শশুর বাড়ী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার পেরুল গ্রামে।
সংবাদ পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম পাটওয়ারী লিটন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এদিকে, তাদের মৃত্যুতে এলাকায় সর্বস্তরে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্য ও এলাকাবাসীর কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে।