সিরাজগঞ্জের শাহজাদপুরে আটক অবস্থায় থাকা এক ব্যক্তির কাছ থেকে একটি হরিয়াল পাখি উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার পোতাজিয়া গ্রামের এরশাদ আলীর হেফাজতে খাঁচায় বন্দী থাকা পাখিটি দি বার্ড সেফটি হাইজের চেয়ারম্যান মামুন বিশ্বাস উদ্ধার করেন।
শাহজাদপুরের দিবার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস আরো জানান, প্রায় তিনমাস আগে এরশাদ আলী গাছ থেকে পাখিটি ধরে খাচায় বন্দী করে রেখেছিল। সংবাদ পেয়ে পাখটি উদ্ধার করা হয়। বর্তমানে হরিয়াল পাখিটি কিছুটা অসুস্থ রয়েছে। তার পাখার পালক কাটা।ভাল ভাবে উড়তে পারছে না। সুস্থ হলে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এজন্য ইতোমধ্যে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ.এস.এম জহির উদ্দিন আকনের সাথে যোগাযোগ হয়েছে।
তিনি আরো জানান, হরিয়াল কবুতর জাতীয় ফল ভক্ষক বৃক্ষচারী পাখি। দেখতে এটি কবুতরের মতো। একসময় দেশের চির হরিৎ বনাঞ্চলে এ পাখি প্রচুর দেখা যেত। তবে আবাসস্থল সংকটে আর সেভাবে এ পাখি নজরে পড়ে না।