গোয়ালন্দে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রবাসীদের বাড়ীতে অভিযান

গোয়ালন্দে প্রবাসীদের বাড়ী বাড়ী গেয়ে হোম কোয়ারেন্টান নিশ্চিত করতে শুক্রবার থেকে কাজ শুরু করেছে গোয়লন্দ ঘাট থানা পুলিশ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গোয়ালন্দে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রবাসীদের বাড়ীতে অভিযান

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ মার্চ, ২০২০



রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় প্রবাসীদের বাড়ী বাড়ী গিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার কাজ শুরু করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গত কয়েকদিন ধরে সচেতনতা সৃষ্টি ও আইনানুগ শাস্তির বিষয় উল্যেখ করে উপজেলার সর্বত্র ব্যাপক হারে মাইকিং করা হলেও তাতে কর্ণপাত করছিলেন না প্রবাস ফেরত লোকজন।
এ অবস্থায় স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে মাঠে নামে পুলিশ। প্রবাস ফেরত ব্যক্তিদের তালিকা ধরে ধরে শুক্রবার বেলা ১১টা থেকে প্রবাসীদের বাড়ী বাড়ী গিয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান ও স্টিকার লাগানো শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত এভাবে ৩৫ জন প্রবাসীর বাড়ীতে পৌছাতে পারে পুলিশ। গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান, ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীরসহ থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন। যা চলমান থাকবে।
এ বিষয়ে ওসি আশিকুর রহমান বলেন, শুধু শাস্তির ভয় দেখিয়ে মানুষকে সঠিক লাইনে আনা অনেক ক্ষেত্রেই কষ্টকর। তাই এ ক্ষেত্রে নিজেরাই ঝুঁকিপূর্ণ জেনেও প্রবাসীদের বাড়ী বাড়ী যাওয়া শুরু করেছি। প্রবাসী ব্যক্তি ছাড়াও পরিবারের অপর সদস্য ও প্রতিবেশীদেরকে করোনার সচেতনতা বিষয়ে পরামর্শ দিচ্ছি। সেই সাথে প্রবাসী ব্যক্তির হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করে অপরদের বোঝার জন্য তার ঘরে একটি স্টিকার লাগিয়ে দিয়ে আসছি। এ কাজ চলতে থাকবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, সরকারিভাবে পাওয়া তথ্য অনুযায়ী ১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০৮ জন ব্যক্তি গোয়ালন্দে ফিরেছেন। সরকারী নির্দেশনা অনুযায়ী এদের প্রত্যেকের বাধ্যতামূলক ১৪ দিন করে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। আমরা এ লক্ষে সচেতনতার জন্য মাইকিংসহ নানা উদ্যেগ গ্রহণ করেছি। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন মাত্র ৫জন। শুক্রবার এ সংখ্যা বেড়ে ৪০ জন হয়েছে। বাকীদেরও কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। তবে এখনো পর্যন্ত কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি।
তবে ইতিমধ্যে যাদের ১৪ দিন পার হয়ে গেছে এবং আক্রান্ত হননি তাদের ক্ষেত্রে আর কোয়ারেন্টাইন প্রয়োজন নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads