শান্তিরক্ষা মিশনে গেলেন ১১০ পুলিশ সদস্য

শান্তিরক্ষা মিশন

সংরক্ষিত ছবি

জাতীয়

শান্তিরক্ষা মিশনে গেলেন ১১০ পুলিশ সদস্য

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩ অগাস্ট, ২০১৮

শান্তিরক্ষা মিশনে যোগদানের জন্য হাইতির উদ্দেশে ঢাকা ছাড়েন ১১০ জন পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা রওনা হন। এই কন্টিনজেন্টে ১৯ জন নারী পুলিশ সদস্যও রয়েছেন। বিমানবন্দরে এআইজিসহ (ইউএন অ্যাফেয়ার্স) ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা পুলিশ হেড কোয়ার্টার্সের পক্ষ থেকে মিশনগামী পুলিশদের বিদায় জানান। ইতোমধ্যে কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ আবদুল মাবুদের নেতৃত্বে অগ্রবর্তী দলের ২৬ জন সদস্য হাইতিতে পৌঁছেছেন। হাইতিতে বর্তমানে বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য শান্তিরক্ষী হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। নতুন কন্টিনজেন্টের ১৪০ জন সদস্য তাদের স্থলাভিষিক্ত হয়ে আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads