শাওমি মি এ২ এবং এ২ লাইট বাজারে

স্টক অ্যান্ড্রয়েড রমের এ দুটি স্মার্টফোনেই থাকছে শক্তিশালী ক্যামেরা

ছবি : ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

শাওমি মি এ২ এবং এ২ লাইট বাজারে

  • বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত ১৭ অগাস্ট, ২০১৮

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বাজারে এনেছে অ্যান্ড্রয়েড ওয়ান সিরিজের দুই স্মার্টফোন মি এ২ এবং মি এ২ লাইট। স্টক অ্যান্ড্রয়েড রমের এ দুটি স্মার্টফোনেই থাকছে শক্তিশালী ক্যামেরা।

মি এ২ স্মার্টফোনে থাকছে ৫.৯৯ ইঞ্চি ফুল স্ক্রিন ডিসপ্লে, কোয়ালকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিন-সমৃদ্ধ স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত বিল্ট ইন স্টোরেজ ক্যাপাসিটি। স্মার্টফোনটিতে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ১২ মেগাপিক্সেল ও ২০ মেগাপিক্সেলের দুটি রিয়ার ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যা দিয়ে অল্প আলোয় তোলা যাবে অসাধারণ ছবি।

 মি এ২ লাইট সংস্করণে থাকছে নচযুক্ত ৫.৮৪ ইঞ্চি ডিসপ্লে। স্ন্যাপড্রাগন ৬২৫ চিপসেট সমৃদ্ধ অক্টাকোর প্রসেসর। ফোনটি পাওয়া যাবে ৩ জিবি এবং ৪ জিবি র্যামের দুটি ভ্যারিয়েন্টে, যাতে থাকবে যথাক্রমে ৩২ জিবি এবং ৬৪ জিবি স্টোরেজ ক্যাপাসিটি। এ ফোনটিতে থাকছে ১২ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের দুটি রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

মি এ২-এর দাম নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে মি এ২ লাইট সংস্করণের ৩ জিবি র্যামের ভ্যারিয়েন্ট কেনা যাবে ১৫ হাজার ৯৯৯ টাকায় এবং ৪ জিবি ভ্যারিয়েন্ট ১৮ হাজার ৯৯৯ টাকায়। ফোনটি পাওয়া যাবে দারাজসহ সব শাওমি স্টোরে। বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads