শতাধিক কেন্দ্র দখলের অভিযোগ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

সংরক্ষিত ছবি

নির্বাচন

শতাধিক কেন্দ্র দখলের অভিযোগ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ জুন, ২০১৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গাজীপুর সিটি নির্বাচনে শতাধিক কেন্দ্রে দখল, জাল ভোট, এজেন্ট গ্রেফতার ও বের করে দেয়া হচ্ছে। জাল ভোট, মারধর ও ভোট জালিয়াতির মহোৎসব চলছে গাজীপুরে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গাজীপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গাজীপুর ভোট সম্পর্কে রিজভী এ কথা জানান।

রিজভ আরো বলেন, আমরা চমৎকার নির্বাচন চাইনি। সুষ্ঠু নির্বাচন চেয়েছি। কিন্তু নির্বাচন কমিশন বারবার সরকারের পাতা ফাঁদে পা দিয়ে নির্বাচন আয়োজন করছে। যা সম্পূর্ণ জালিয়াতি ও ভোট ডাকাতির। গাজীপুরের নির্বাচন নিয়ে আমরা বার বার যে আশঙ্কা করছিলাম তারই প্রতিফলন দেখতে পাচ্ছি।

রিজভী আরো বলেন, বিভিন্ন কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হচ্ছে, ভোটারদের ভোট দিতে দেয়া হচ্ছে না। ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করা হচ্ছে। পুলিশের সহযোগিতায় ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা নৌকায় সীল মারছে বলে অভিযোগ করেন।

বিএনপির এ নেতা আরও বলেন, পুলিশ আওয়ামী সন্ত্রাসীদের ভূমিকা পালন করছে। সকাল থেকে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার শুরু করে পুলিশ। এভাবে চললে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads