চার হাজার জিবি বা ৪ টেরাবাইট (টিবি) ইন্টারনাল স্টোরেজ (রম) ও বেজেল-লেস ফুল ডিসপ্লের ফোন ‘লেনেভো জেড ৫’ আগামী ৫ জুন বাজারে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট চ্যাং চেং। এমনটাই জানিয়েছে মোবাইলবিষয়ক ওয়েবসাইট জিএসএম এরিনা।
প্রতিবেদনে বলা হয়, আগামী ৫ জুন দুপুর ২টায় চীনের রাজধানী বেইজিংয়ে আনুষ্ঠানিকভাবে এই ফোন উন্মুক্ত করা হবে।
এর আগে চীনের মাইক্রোব্লগিং সাইট উইবো জানিয়েছিল, লেনেভো জেড ৫ স্মার্টফোনে পার্টিকেল টেকনোলজি ব্যবহারের ফলে ৪ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা সম্ভব। ৪ টেরাবাইট স্টোরেজ হওয়ায় এতে দুই হাজার এইচডি সিনেমা, দেড় লাখ গান ও ১০ লাখ ছবি রাখা যাবে। যদিও এর আগে স্মার্টফোনের সর্বোচ্চ ইন্টারনাল স্টোরেজ ক্ষমতা ছিল ২৫৬ গিগাবাইট। এ ছাড়া এই ওয়েবসাইটটিতে দাবি করা হয়েছে, লেনেভো জেড ৫-এ থাকছে একাধিক আকর্ষণীয় ‘সেলফি ফিচার’। তবে এই ফোনে অন্য ফিচারগুলো ঠিক কী কী থাকবে, সে বিষয়টি এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
আরেকটি প্রতিবেদনে জেড ৫-এর ডিজাইন নিয়ে বলা হয়েছে, লেনেভো জেড ৫ স্মার্টফোনটিতে থাকছে ৯৫ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও। দেখা যাবে না কোনো ধরনের নচ। এ ছাড়া থাকছে সম্পূর্ণ বেজেলবিহীন ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে সেন্সর ও পপআপ ক্যামেরা বা এক্সটার্নাল ক্যামেরা।