রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে সমর্থন দিয়েছেন। গতকাল শনিবার দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে খায়রুজ্জামান লিটনের হাতে ফুলের তৈরি নৌকা উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে সিটি নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন দেন জাতীয় পার্টির নেতারা।
সংবাদ সম্মেলনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া জাতীয় পার্টির মেয়র প্রার্থী ওয়াশিউর রহমান দোলন বলেন, রাজশাহীর উন্নয়নের স্বার্থে কেন্দ্রের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা এখন খায়রুজ্জামান লিটন ভাইয়ের পক্ষে কাজ করবেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, জাতীয় পার্টির সমর্থন দেওয়ার মধ্য দিয়ে আমরা জয়ের পথে অনেক দূর এগিয়ে গেলাম। আগামীতে আমরা কাঁধে কাঁধ রেখে সবাই একসঙ্গে রাজশাহীর উন্নয়নে কাজ করব। বড় বড় প্রকল্প এনে রাজশাহীকে মেগা সিটি হিসেবে গড়ে তোলা হবে।
খায়রুজ্জামান লিটন আরো বলেন, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এর মধ্যে বৃহত্তম অংশ মুক্তিযুদ্ধের পক্ষের। কিছু অংশ আছে যারা বিএনপি-জামায়াত। রাজশাহীতেও তারা আছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মহানগর জাতীয় পার্টির সভাপতি শাহাবুুদ্দিন বাচ্চু বলেন, আমরা উন্নয়ন ছাড়া কিছুই বুঝি না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কেন্দ্রের নির্দেশে লিটন ভাইকে সমর্থন দিয়েছি। আমাদের নেতাকর্মীরা আজ থেকে লিটন ভাইয়ের পক্ষে কাজ করবেন।
রাজশাহী মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জাতীয় পার্টি রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহীন প্রমুখ। এ সময় মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী।
লিটনের পক্ষেই সুন্দর নগরী উপহার দেওয়া সম্ভব : ‘এএইচএম খায়রুজ্জামান লিটন একজন শিক্ষিত, মেধাবী, দক্ষ ও জননন্দিত নেতা। তিনি রাজশাহী ও রাজশাহীর মানুষকে অনেক ভালোবাসেন। রাজশাহী ও রাজশাহীর মানুষকে ভালোবেসে মেয়র থাকাকালে অনেক উন্নয়ন করেছেন। আগামীতেও শুধু খায়রুজ্জামান লিটনের পক্ষেই সুন্দর নগরী উপহার দেওয়া সম্ভব।’ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর উপশহরস্থ নিজ বাসার পাশে আয়োজিত সাবেক আওয়ামী লীগ নেতাকর্মী, রাজশাহী প্রাইভেট টিউশন ফোরামের শিক্ষকবৃন্দ ও রাজশাহীতে বসবাসকারী নওগাঁ জেলার বাসিন্দাদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে খায়রুজ্জামান লিটন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসবেন বলে বিশ্বাস করি। এজন্য আমি সুযোগ পেলে রাজশাহীর উন্নয়ন করা সহজ হবে। প্রধানমন্ত্রীর কাছে দাবি করে গ্যাস রাজশাহীতে এনেছি। আগামীতে বড় বড় প্রকল্প আনতে পারব।