কক্সবাজারে আশ্রয় ক্যাম্প পরিদর্শন শেষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সংবাদ সম্মেলন

ছবি: সংগৃহীত

জাতীয়

সংবাদ সম্মেলনে জাতিসংঘের প্রতিনিধিদল

রোহিঙ্গা সঙ্কটের জন্য মিয়ানমার দায়ী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ এপ্রিল, ২০১৮

রোহিঙ্গা সঙ্কটের জন্য মিয়ানমারই দায়ী, তাই সঙ্কট নিরসনে মায়ানমারকেই মূল ভূমিকা রাখতে হবে। কক্সবাজারে আশ্রয় ক্যাম্প পরিদর্শন শেষে একথা বললেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সদস্যরা। সংবাদ সম্মেলনে তারা জানান, সঙ্কট নিরসনের সম্ভাব্য সব পথই খোঁজা হচ্ছে। মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রোহিঙ্গা সঙ্কট সরেজমিনে দেখতে তিনদিনের সফরে শনিবার বাংলাদেশে আসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল।

সফরের দ্বিতীয় দিন রোববার সকালে বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার কোনারপাড়া জিরো পয়েন্ট পরিদর্শন করেন প্রতিনিধি দলটি। কথা বলেন সেখানে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাথে। এসময় তাদের সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর পর, কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সদস্যরা। রোহিঙ্গাদের মুখে শোনে তাদের ওপর ঘটে যাওয়া নির্যাতনের ঘটনা।

ক্যাম্প পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলটি বলেন, রোহিঙ্গা সঙ্কটের উৎপত্তি মিয়ানমারে এবং মিয়ানমার সরকারকেই এর সমাধান করতে হবে। তবে সংকট সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্ভাব্য সব পথ খুঁজছে। তারা জানান, সঙ্কট নিরসনে মিয়ানমার সফরে বিস্তারিত আলোচনা করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads